বিনোদন ডেস্ক
নাগ অশ্বিন পরিচালিত সিনেমা কল্কি ২৮৯৮ এডি। মূল চরিত্রে অভিনয় করেন প্রভাস। ২০২৪ সালে মুক্তি পায় এর প্রথম পর্ব। এতে সুমতী চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন।
তবে সিনেমাটির সিকুয়ালে আর থাকছেন না তিনি।
গতকাল সিনেমার প্রযোজক বৈজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে জানায় যে, দীপিকা এ সিনেমায় আর থাকছেন না। বিবৃতিতে তারা বলেন, দীপিকা নির্দিষ্ট অঙ্গীকার পূরণে সম্মত হননি। তাই তাকে সিনেমায় রাখা যাচ্ছে না। তবে এই অঙ্গীকার কী তা নিয়ে কোনোকিছু খোলাসা করা হয়নি।
তবে কিছুদিন আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট থেকেও বাদ পড়েন দীপিকা। সে সিনেমারও নায়ক প্রভাস। এসব থেকে অনেকে ধারণা করছেন, দীপিকার বাদ পড়ার পেছনে প্রভাসের প্রভাব থাকতে পারে।