বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

আমি পাপি

আমি পাপি

——কোহিনূরআক্তার

 

আমি পাপি বলেই, তুমি পবিত্র !

যে পূণ্য কে ছুলে পাপ হয়,
সে পূণ্য নয় সে মহাপাপ।
তোমাকে নিয়েই আমার পাপের ঘনত্ব।
তুমি ছাড়া আমার পাপ মধুর নয়।
তোমাকে ছোঁয়ার পাপে রাতটি ধ্বংসাত্মক হোক
আমার পাপের মারাত্মক সুখ।

আমি পাপি বলেই তুমি এতো প্রিয়জন।

পাপি না হলে, স্পর্শের স্বাদ
সৃষ্টির শ্রেষ্ঠত্ব হবে কি করে ?
যেখানে পাপ নেই, সেখানে অদৃশ্য পূণ্য
আমি পাপি বলেই তুমি এতো সুন্দর ।



লাইক করুন