যদি আড়াল হই
-হাসনাইন সাজ্জাদী
যদি আড়াল হই
ভেবো না হারিয়ে গেছি
এমনও তো হতে পারে
বিজয়ী হয়ে বসে আছি।ঝড়ের তাণ্ডব থেমেছে
নতুন দিনের আলোয়
আমি গোপনে গড়েছি
নিজস্ব শক্তির কেল্লা।হয়তো ক্লান্ত পথিক তুমি
খুঁজবে আমার ছায়া,
আমি থাকব দূরে—
কিন্তু তোমার স্বপ্নের ছায়ায়।যদি আড়াল হই
তবে জানবে আমি আছি
নীরবতার আড়ালে
বিজয়ের প্রতিধ্বনি বাজি।