“মেরুদন্ড”
ইয়াসির আরাফাত মিলন
হটাৎ কোথায় হড়িয়ে গেল,
তাই নিয়ে শঙ্কা,
খুঁজে পেতে উজার করি,
অযোধ্যা হতে লঙ্কা|এই তো ছিল যতোন করে,
রেখেছিলাম তুলে,
কখনো তা করিনি খরচ,
করিনি মনের ভুলে|খুঁজতে গিয়ে গাঁ উজার,
কথায় কথায়, কথার পাহার,
বসতে পারিনি সেই থেকে,
শান্তিতে এক দন্ড,
কোথায় গেল আমার সাধের,
সাজানো মেরুদন্ড|বলতে পারো নিজের পায়ে,
দাঁড়াব তবে কবে?
সত্য কথা সত্য বলে,
পরিচিতি কবে পাবে?প্রতিবাদ করিনি কভু,
মুখটি বুজে রই,
যখন যেখানে তখন তেমন,
মন জুগিয়ে কই|দরকার কি? অহেতুক,
স্পষ্ট কথা বলা,
সহজ পথ ছেড়ে কেবল,
সোজা পথে চলা|মেরুদন্ড অনেক আগেই,
বিকিয়েছে ঋনের দায়|
চুপটি করে গুটি সুটি,
মনকে দিয়েছি সায়|আজকে যখন দেওয়াল কাছে,
পিঠ ঠেকার উপক্রম,
আজকে যখন প্রতিবাদ,
কেবল প্রহশন,
তখন খুঁজি হাড়িয়ে ফেলা,
মেরুদন্ড খানা,
ঠিকানা নেই খবর তার,
আছেকি তোমার জানা?