তুমি সেই আলো
এ্যাড,তামান্না আফরিন
তুমি সেই আলো
যে নিজেতে লুকালো,
তবু জ্বেলে দিয়ে মন —
কতো রাত্রি পোহালো।তুমি সেই পাখি
যে ভীষণ একাকী,
তবু ডানা মেলে রাখো —
যেন আমি ভালো থাকি।তুমি সেই ফুল
যে জানে আমি ভুল,
তবু মাতাতে আমায় —
হও সুবাসে ব্যাকুল।তুমি সেই নদী
চোখে অবাক জলধি,
তবু হেসে যাও —
আমি ভালো থাকি যদি!তুমি সেই মন
যে ভীষণ গোপন,
তবু তুমিই হও —
জীবনের মায়াবন।
কলমেঃ
এ্যাডঃ তামান্না আফরিন
সুপ্রিম কোর্ট( হাইকোর্ট ডিভিশন)
ঢাকা -বাংলাদেশ।