বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়া উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন  বীরগঞ্জে কুখ্যাত প্রতারক রাসেল গ্রেপ্তার রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি টেকনাফে পোস্টিং–রাজশাহীতে প্রশিক্ষণ! শেষমেষ ভুয়া নিয়োগপত্রের নাটক ফাঁস জীবননগর বেনীপুর শূন্যরেখায় বিএসএফের হাতে চোরাকারবারী আটক চৌহালী এক বিএনপি নেতাক আর এক নেতার হুমকি বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: দূরত্ব কমবে ১১৫ কিমি, সময় বাঁচবে ৪ ঘণ্টা সিরাজগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা এস. এম. রঞ্জু ৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু! বোয়ালমারীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম 

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: দূরত্ব কমবে ১১৫ কিমি, সময় বাঁচবে ৪ ঘণ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে আবারও শুরু হতে যাচ্ছে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণের জন্য সম্প্রতি সিরাজগঞ্জ অংশে জেলা প্রশাসনের অনুকূলে বরাদ্দ হয়েছে ৯৫০ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় কমবে প্রায় ৪ ঘণ্টা। একই সঙ্গে দূরত্বও কমবে ১১৫ কিলোমিটার। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষি ও শিল্পপণ্য পরিবহন ব্যবস্থায়ও গতি আসবে।
২০১৮ সালে আন্দোলনের প্রেক্ষিতে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প হাতে নেয় রেল বিভাগ। এ প্রকল্পে ৯৬০ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে বগুড়ার অংশে ৫২ কিলোমিটারের জন্য ৫১০ একর এবং সিরাজগঞ্জের অংশে ৩২ কিলোমিটারের জন্য ৪২০ একর জমি প্রয়োজন।
প্রকল্পে ৯টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন হবে। এছাড়া বগুড়ার রানীরহাট ও সিরাজগঞ্জ সদরে দুটি জংশন স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য ইতোমধ্যে নোটিশ জারি করা হয়েছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সম্পন্ন হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা করা হচ্ছে।



লাইক করুন