মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবশেষে ধরা পড়েছে কুখ্যাত প্রতারক ও চাঁদাবাজ রাসেল (৩৫)। সে উপজেলার আরাজি মিলনপুর গ্রামের ফারজুল মন্ডলের ছেলে। বীরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রাসেল দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ছদ্মবেশে প্রতারণা ১১টি, চাঁদাবাজি ৫টি, হত্যাচেষ্টা ৩টি, চুরি ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে আরও ১টি মামলা অন্তর্ভুক্ত।
সর্বশেষ ঘটনায় রাসেল নওগাঁর নিয়ামতপুর থেকে এক ব্যক্তিকে পিকআপ বিক্রির প্রলোভন দেখিয়ে বীরগঞ্জে নিয়ে আসে। সেখানে ভুক্তভোগীর সামনে ডলার দেখিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ও মারধর করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ভয় সৃষ্টি করেছিল রাসেল। তাকে গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।