ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গ্রামে খবর ছড়িয়ে পড়ে—বদরকে গুলি করে হত্যা করেছে বিএসএফ, মরদেহও নিয়ে গেছে। ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিজিবি ও পুলিশ বলছে, বদরের মৃত্যুর খবর ভিত্তিহীন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফুল ইসলাম বলেন, লোকমুখে শুনছি, বদরকে বিএসএফ গুলি করেছে। তবে বিষয়টির সত্যতা আমি নিশ্চিত হতে পারিনি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলে জেনেছি, বদর উদ্দিনকে বিএসএফ আটক করেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।,
একই তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কর্মকর্তা মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, বদর নামে একজনকে বিএসএফ আটক করেছে। বর্তমানে তিনি তাদের ক্যাম্পে আছেন বলে জেনেছি।,