বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

সময়ের দীর্ঘশ্বাস – শাহনাজ পারভীন মিতা

সময়ের দীর্ঘশ্বাস

শাহনাজ পারভীন মিতা

 

দীর্ঘশ্বাস বয়ে যায় নিস্তব্ধ প্রহরে
অশান্ত কাল কাঁদছে মনের শহরে,
স্মৃতির চড়ুই ডাকে বলছে পালাই
কেউ নেই রিক্ত আমি আঁধারে হারাই।

আঁধারের বুক চিরে আলোর মিছিল
অনুক্ষণ পাললিক জীবাশ্ম ফসিল,
কে তুমি পদশব্দেই দূর থেকে কাছে
বলছো আমায় ওঠো সময় এসেছে।

জলছবি রঙে আঁকো ,নয় সে কল্পনা
বাঁশীরই সুরে করো লালন বন্দনা,
মনের গভীরে মন তাকে শুধু খোঁজো
জীবন তো মিথ্যা নয় সত্যটাই বোঝো।

ধিকিধিকি যে আগুন নিভৃতেই জ্বলে
পুড়ে পুড়ে খাঁটি হও সময় অনলে।

সনেট কথামালা ❤



লাইক করুন