বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সব থেকে তুই সেরা – শামীমা আক্তার

সব থেকে তুই সেরা

শামীমা আক্তার

তোর আঁচলের শান্ত ছাঁয়া
স্নেহ দিয়ে ঘেরা,
রূপ দেখে তোর মন ভরে না
সব থেকে তুই সেরা।

স্বর্ তন্ত্রে মোর স্বর্ ওঠে না
হয় না নতুন ভোর,
না দেখলে তোর মুখ খানি মা
কাটে না ঘুম ঘোর।

হৃদ তন্ত্রে মোর সব কিছু তোর
রন্ধ্রে রন্ধ্রে গাঁথা,
পাহাড় নদী ফল- ফলাদি
সবুজ তরু লতা।

কোন দেশে বল্ আছে এমন
বন পলাশীর ফাগ,
শেষ প্রহরে ঘুম ভাঙানো
হুক্কা-হুয়ার ডাক।

সোনা, হিরে, জহরত সে
নয় রে তেমন খাঁটি,
যেমন খাঁটি জননী তোর
ধুলো কাদা মাটি।

দেশ বিদেশি নর নারী সব
তোর রূপে খায় ক্রাশ,
পাঁজর দিয়ে রুখবো মা তোর
ভিনদেশি সব ত্রাস।

মন ছুঁয়ে দেয় ভোর আকাশের
সোনা ঝরা রোদ্দুর,
আকুল হয়ে দেখি সে রূপ
চোখ দুটি যায় যদ্দূর।



লাইক করুন