মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সনতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দূর্গা পুজা জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হচ্ছে। এবছর গলাচিপা উপজেলা ৩০ টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পূজা আরম্ভ হয়ে দশমী পূজার মধ্যে দিয়ে শেষ হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক ভাবে পূজা মণ্ডপ গুলো পর্যবেক্ষণে রেখেছেন। গত বছরের তুলনায় এবছর আইনশৃঙ্খলা বাহিনী বেশি জোরদার করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক সার্বক্ষনিক পাহারায় রয়েছে। উপকূলীয় দ্বীপ অঞ্চল চরকাজল, ও চর বিশ্বাস ইউনিয়নসহ উপজেলার সকল পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন গলাচিপা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, এসআই তুষার, চরকাজল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামাল, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, শিশির রঞ্জন হাওলাদার ও মিঠুন পাল সহ আরো অনেকে।