বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম  সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা; গ্রেপ্তার দুই শতাধিক জুলাই সনদে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গায় পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন শিল্পপতি রুহী আফজাল  শাপলা প্রতীক পেলে মামলা করবেন না: মান্না ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ সব ব্যাংক মিলেই গ্রাহকের ঋণ সীমা বেঁধে দেবে বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গায় পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন শিল্পপতি রুহী আফজাল 

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গায় পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করেন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পর্যায়ের প্রথম সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল। বুধবার (১অক্টোম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত তিনি নির্বাচনী এলাকায় অবস্থানরত পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা, দুর্গাপূজা উৎসবের সার্বিক খোঁজ খবর এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি মনোনয় প্রত্যাশী ও বিএনপি নেত্রী শিল্পপতি রুহী আফজাল বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এদেশের ১৮ কোটি মানুষের কাছে দায়বদ্ধ। আর সেই দায়বদ্ধতা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে দেশের প্রতিটি মুসলিম, হিন্দু ,বৌদ্ধ,খৃষ্টানসহ ১৮ কোটি মানুষই নিরাপদ। প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় যাতে করে কোন অপশক্তি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,সে বিষয়টি মাথায় রেখে নিছিদ্র নিরাপত্তা প্রদানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয় জনাব তারেক রহমান এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সমন্বিত রাখতে একটি স্লোগান দিয়েছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। সেই শ্লোগানেরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে পুজা মন্ডপ পরিদর্শন ও দেখা করতে এসেছি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা সব ধর্ম-বর্ণের মানুষের খোঁজখবর রাখি, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং বিশেষ করে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারে- সে বিষয়ে সজাগ থাকি। তিনি আরও বলেন, বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। শিল্পপতি রুহী আফজাল ধারাবাহিকভাবে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার সকল পুজা মন্ডপ পরিদর্শন,হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



লাইক করুন