বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু: অভিযুক্ত নাছিমার ঘরে আগুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আহমদের বিরুদ্ধে  নানা অনিয়মের অভিযোগ  প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম  সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা; গ্রেপ্তার দুই শতাধিক জুলাই সনদে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গায় পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন শিল্পপতি রুহী আফজাল 

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা; গ্রেপ্তার দুই শতাধিক

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা।

এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে নৌবহরের বাকি নৌকাগুলো। এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা বলছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌকায় থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় তিনি জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এ ছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।

আবু কেশেক বলেন, গ্রেপ্তার ও নৌকা আটকের পরও তাদের মিশন থেমে নেই।



লাইক করুন