সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত লালমোহনে অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা। ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট চাঁদপুর পৌরসভায় পথকুকুরে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি শুরু  সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা।

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে ও শিক্ষকদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে পাবনার সাঁথিয়ায় সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

১৩ ই অক্টোবর( সোমবার) দুপুরে বোয়াাইলমারি কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিবাদ সভায় উপজেলার সকল এমপিও ভুক্ত স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাথিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর সভাপতি ও বোয়ালমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ, সংগঠনের সাধারণ সম্পাদক আফতাবনগর মোমেনিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন সহ অনেকে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছি। আমাদের মূল দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান নিশ্চিত করা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষকরা দৃঢ়ভাবে ঘোষণা করেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকিবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।

সাঁথিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর সভাপতি ও বোয়ালমারী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ২০ শতাংশ বাড়ি ভাড়া ও পনেরশো টাকার চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। সরকারের উচিত দ্রুত আমাদের দাবি পূরণ করা।

সাথিয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও আফতাবনগর মুমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন বলেন, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের বেতন ভাতা সেই অনুপাতে বাড়েনি। ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি।

সরকার আমাদের এই ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো।

শিক্ষকরা আরো জানান, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে শিক্ষক কর্মচারীরা সর্বশেষ ১ হাজার টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন। এমপিও ভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেদিন সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়ায় ১৩ অক্টোবর থেকে সারাদেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্ম বিরতি সহ আন্দোলন শুরু হয়।



লাইক করুন