শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ২ জন আটক

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দুটি ০.২২ রাইফেল, রাইফেলের স্কোপ এবং চারটি দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং অন্যজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

আলমডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। ভোররাতে শুরু হয়ে অভিযানটি আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় চলে।

আটককৃত দুই ব্যক্তি হলেন:

১. তারিফ হাসান (৩২): সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নওদা বন্ড বিল গ্রামের ঠাণ্ডু রহমানের ছোট ছেলে।

২. রুহুল আমিন (৪৫): সে আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

বেলা সোয়া একটায় যৌথ বাহিনী কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অভিযান চলাকালে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং সেখান থেকেই তারিফ হাসান ও রুহুল আমিনকে আটক করা হয়।

দুটি ০.২২ রাইফেল

রাইফেলের স্কোপ (দুটি রাইফেলের জন্য)

চারটি দেশীয় ধারালো অস্ত্র

একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত তারিফ হাসান ও রুহুল আমিনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত আলামত (অস্ত্র ও মোবাইল) এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান এই আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনী দুইজনকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করেছে।

তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।”

ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারাসহ নিষিদ্ধ সংগঠনের নেতার বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।



লাইক করুন