শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

সিরাজগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম সানোয়ার হোসেন সানু (৬০)। তিনি বহুলী ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভোররাত তিনটা থেকে পাঁচটার মধ্যে সানোয়ার রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু বা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান। স্থানীয়রা বিষয়টি টের পেলে তিনি পালানোর চেষ্টা করেন। পালানোর সময় ফুলজোড় নদীতে ঝাঁপ দিয়ে চকমোক্তারগাতি এলাকায় উঠলে সেখানে উপস্থিত লোকজন তাকে আটক করে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের তথ্য অনুযায়ী, সানোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ থানায় দুটি ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



লাইক করুন