শব্দের কথামালা
জেসমিন হুসাইন
মরুর বুকে জলের খোঁজে
দুঃখটাকে বোধের মাঝে
একলা সময় একলা আমি
সুখের পাল তুলে ,জীবনটা করি দামী ।সেখানে এসে দাঁড়ায় শৈশব কৈশোর
হেটে যায় হেমন্তের ঝরা পাতায়
স্বপ্নময় চোখ শ্যামলবরন মেয়ে,
কেউ কী থাকে সেই অবেলায় ।বলে মেয়ে তুমি একটু দাঁড়াও
ঝরা পাতা ওড়ে সোনালী রোদ্দুরে,
মনের গভীরে চোখ দৃষ্টি মেলে
পা ফেলি উড়ে চলি ফুসমন্তরে ।সময় কখনো করে না একলা
জেগে ওঠে মন ,শব্দের কথামালা।
কলমেঃ
জেসমিন হুসাইন
মহেশপুর উপজেলা
ঝিনাইদহ।