সোমা রানী কর্মকার, সিনিয়র স্টাফ রিপোর্টার
নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরকে ঋণ মুক্ত করার জন্য- শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫- পেলেন
নবাব খাজা আলী হাসান আসকারী-নবাব আসকারী সাহেবের পক্ষে গোল্ড মেডেল গ্রহন করেন তার আইন উপদেষ্টা সাবেক বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপিল আদালতের সিনিয়র আইনজীবী
ডক্টর দেওয়ান, সাথে ছিলেন নবাব প্যালেস
ইন্টারন্যাশনাল হোটেল লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর মজিবর রহমান ও ডিরেক্টর আবদুল্লাহ খান।সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা ঐতিহাসিক মামলার রিট পিটিশন নম্বর-১৩২২০/২০২৩,
বাদী: নবাব খাজা আলী হাসান আসকারী-
বিবাদী:
ম্যানেজার- ঢাকা নবাব এস্টেট কোর্ট অব ওয়ার্ড,নবাব খাজা স্যার সলিমুল্লাহ বাহাদুর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মানের জন্য ১৯০৮ সালে বন্ধকি দলিল নম্বর ৪১৪২/১৯০৮ ঋণের পরিমাণ ১৪ লাখ রুপি যা মহামান্য হাইকোর্ট থেকে আমি নবাব খাজা আলী হাসান আসকারী রায় পাওয়ায়
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন
নবাব খাজা স্যার সলিমুল্লাহ’র দৌহিত্র
নবাব খাজা আলী হাসান আসকারী,শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি সাবেক সচিব মারগুব মুরশিদ সহ আরও অনেকে ।