শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~

প্রভু তুমি আলোর উৎস

~ মীরঃ নাজমুল ~

এতো আলো পৃথিবীতে, তবু তোমায় দেখি না প্রভু,
কারণ তুমি অদৃশ্য নূর, দোজাহানের আলোকময় রবি।
বেদনার বুকে তুমি শান্তির মলম,
শীর্ণ প্রাণে ঢালো নবজীবনের ছোঁয়া।

যার নেই কিছু, তারও তুমি সব—
তুমি দারিদ্র্যের আশ্রয়, নিঃস্বের পরম সহায়।
ধনী-গরিব সকলের নিয়তি তুমি,
তুমি জ্ঞানের সাগর, করুণার ধারা অবিরাম।

তোমার ইশারায় ফুটে ফুল, ফলে ফল,
বৃক্ষের পাতায় তুমি প্রাণের গান।
নদী, পাহাড়, আকাশ, সাগর,
সবই তোমার দয়ার প্রতিচ্ছবি, প্রভু মহান!

তুমি দাও খাদ্য, তুমি দাও প্রাণ,
তুমি দাও হৃদয়ে শান্তির বান।
মুছে দাও দুঃখ, অপমান, ক্ষুধা,
তুমি ছাড়া নেই কারো আশ্রয়ভূমি।

হে আলোকদাতা, করো দীন প্রাণে শক্তি সঞ্চার,
তোমার নামেই শুরু হোক নবজীবনের বারতা।
আমরা তোমার সৃষ্টি, তুমি আমাদের পরম দয়াময়—
তুমি নূর, তুমি চিরজীবনের আলো, হে মহান প্রভু

প্রভু তুমি নূর মহান

~ মীরঃ নাজমুল ~

এতো আলো পৃথিবীতে, তবু দেখি না তোমায় প্রভু,
তুমি দোজাহানের নূর, আলো ছড়াও সর্বত্র রভু।
বেদনার বুকে রাখো শান্তির ছোঁয়া,
শীর্ণ প্রাণে ঢালো নবজীবনের বাওয়া।

যার নেই কিছু, তুমি তার ভরসা,
তোমারই দয়া—তোমারই আশা।
নিঃস্বের তুমি নিয়তি মহান,
ধনীরও তুমি অনন্ত জ্ঞান।

তোমার করুণায় ফলে ফল, ফোটে ফুল,
নদী, পর্বত, আকাশ, ভুলে ভুল।
তুমি দাও খাদ্য, তুমি দাও প্রাণ,
তুমি দাও শান্তি, করো কল্যাণ।

মুছে দাও দুঃখ, অপমান, বেদনা,
দারিদ্র্য মুছে দাও, দাও আনন্দ চেতনা।
হে দয়াময় প্রভু, আলোর উৎস তুমি,
তুমি ছাড়া নেই কারো আশ্রয়ভূমি।

তুমি নূর, তুমি প্রাণ, তুমি দয়াল মহান,
তোমার নামেই হোক জীবনের জ্ঞান।
আমরা তোমার সৃষ্টি, তুমি আমাদের প্রাণ,
প্রভু তুমি চিরজীবনের আলোকদান।



লাইক করুন