বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এলাকার ভোটার, নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

স্ট্যাটাসে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনোনয়নের মাধ্যমে তার প্রতি যে আস্থা রাখা হয়েছে—তার যথার্থতা প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি সিরাজগঞ্জ–১ আসনের জনগণের প্রতি সমর্থনের আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

স্ট্যাটাসে কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মনোনয়ন ঘোষণা উপলক্ষে কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা বা মিষ্টি বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। দলের প্রচলিত নির্দেশনা অনুযায়ী নির্বাচনী পরিবেশ সুস্থ ও নিয়ন্ত্রিত রাখতে এ সিদ্ধান্তের কথা জানান সেলিম রেজা।



লাইক করুন