মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দিবে, আমরা বিএনপি পরিবার তার পক্ষেই কাজ করব : ওমর ফারুক বাবু খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা রিশাদ হোসেনের বিগ ব্যাশ যাত্রা শুরু আজ, প্রথম ম্যাচ ও সময়সূচি   পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নওগাঁয় মহান বিজয় দিবস পালিত  জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুরে শহীদদের প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি বাবার দেশ, বাংলাদেশ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বচনের তফশিল ঘোষণা 

জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ নির্বচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে তফশিল ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু ক্লাব সদস্যদের উপস্থিতিতে তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর শনিবার দুটি প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার। ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। শেষে ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০০ টাকা এবং অন্যান্য প্রতিটি পদের জন্য ২০০ টাকা মূল্যে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তিনি মনোনয়ন বাছাইয়ের সময় সংশ্লিষ্ঠা প্রার্থী বা তাঁর প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

নির্বাচনী তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পদক বিপুল আশরাফ এবং সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন প্রমুখ।



লাইক করুন