শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

বিজয় মেলা ২০২৫-এ নতুন উদ্যোক্তাদের মিলনমেলা

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ মাগুরা জেলা পরিষদের উদ্যোগে উদ্যোক্তা বিকাশে অনুপ্রেরণার অনন্য দৃষ্টান্ত

মাগুরা জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিজয় মেলা–২০২৫ নতুন উদ্যোক্তাদের জন্য এক অনন্য মিলনমেলা ও প্রচারের উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিন দিনব্যাপী এই মেলার বুধবার, ১৭ই ডিসেম্বর (দ্বিতীয় দিন) মেলাপ্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

মেলার বিভিন্ন স্টল ঘুরে সর্বশেষ দর্শনার্থীরা ভিড় জমান “সোনিয়াস কিচেন”-এ। সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে নেয় এই স্টলটি।

সোনিয়াস কিচেন-এর পরিচালক সোনিয়া ইসলাম, যিনি একজন যুব উদ্যোক্তা ও প্রশিক্ষক (ফুড প্রসেসিং ও বিউটিফিকেশন) হিসেবে পরিচিত। তাঁর বাড়ি মাগুরা শহরের কাউন্সিল পাড়া এলাকায়।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেখা যায়, সোনিয়াস কিচেন অত্যন্ত নান্দনিক ও সৃজনশীলভাবে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। এই ধরনের উদ্যোগ যুব সমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করে।

এমন উদ্যোগের প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নিকট বিনয়ী আবেদন জানাই—

যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতা, সহজ শর্তে স্বল্প সুদে অথবা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলে তরুণরা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিজয় মেলা–২০২৫ প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে আমাদের যুব সমাজই হতে পারে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সোনিয়াস কিচেনের মতো উদ্যোগগুলো সেই সম্ভাবনারই উজ্জ্বল দৃষ্টান্ত।



লাইক করুন