শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

মাগুরার গাংনালিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল—ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ে নেতৃবৃন্দের আহ্বান

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ মাগুরা সদর উপজেলার গাংনালিয়া পশ্চিম পাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ( ১৭ ই ডিসেম্বর)। মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর অসুস্থতার এই সময়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে। তাঁরা আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলের দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবার অংশগ্রহণে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

দোয়া মাহফিলটি এলাকাবাসীর মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে এবং দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলের হৃদয়ের ঐক্যকে নতুন করে দৃঢ় করে তোলে।



লাইক করুন