শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাঁপছে শিশু শীত সকালে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা নেপালের কাঠমুন্ডুতে ট্যুরিজম কনফারেন্স ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান সততা ও কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত: দামুড়হুদার বিদায়ী এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমানকে ‘ওরা বন্ধু সংঘ’র সংবর্ধনা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন

জামায়াতের সাথে কথা বলবো, যেন হাদীর আসনে কোন প্রার্থী না দেয়: ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আজ বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে এ মন্তব্য করেন সাংবাদিক ইলিয়াস।

ইলিয়াস হোসেন তার পোস্টে জানান, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদী সাদিক কায়েমকে স্বাগত জানিয়ে একটা পোস্ট করে৷ পোস্ট করার পর হাদী কেন জানি পোস্টের লিংকটা আমাকে পাঠালো৷ হয়তো বুঝাতে চেয়েছিলো সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থী যেন জামায়াত তার বিপরীতে না দেয়৷

কিছু জিজ্ঞেস না করেই আমি হাদীকে রিপ্লে দিয়েছিলাম উল্লেখ করে তিনি আরো জানান, জামায়াতের সাথে কথা বলবো, হাদীর আসনে যেন জামায়াত কোন প্রার্থী না দেয়৷ হাদী একটা লাভ রিয়েক্ট দিলো৷ ওইটাই ছিলো আমাদের শেষ কথা৷ ডিসেম্বরের ৬ তারিখ!

পোস্টের শেষে সাংবাদিক ইলিয়াস জানান, হাদী, ভাই আমার আমি দরকার হলে জামায়াতের নেতাদের পায়ে ধরবে ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে৷ প্লিজ ভাই তুই আবার আগের মতো ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি, প্রোগ্রামের সুচী পাঠাবি আমি আমার পেইজে শেয়ার দিবো ইনশাআল্লাহ্৷



লাইক করুন