শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঁপছে শিশু শীত সকালে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা নেপালের কাঠমুন্ডুতে ট্যুরিজম কনফারেন্স ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান সততা ও কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত: দামুড়হুদার বিদায়ী এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমানকে ‘ওরা বন্ধু সংঘ’র সংবর্ধনা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন

রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার

রাকিব হোসেন ঢাকা: গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, ০৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশী পিস্তল) বংশাল এলাকায় গোপনীয় ভাবে লুকানো রয়েছে। এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিককাটুলীর একটি বাসস্থানে লুকায়িত আছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় ০৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরবর্তীতে জনৈক রায়হান রাজের বাসস্থান হতে ০১টি বিদেশী পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ অত্র এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র এ বিষয়টি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও অভিযান এলাকার জনৈক সামিরের বাসস্থান হতে নিম্নলিখিত দেশি অস্ত্র সমূহ উদ্ধার করা হয়ঃ

ক। ০১টি সামুরাই,

খ। ০১টি বড় চাকু,

গ। ০২টি ছোট চাকু,

ঘ। ০৫টি কিলার গিয়ার (স্পোকেট)।

এ ঘটনার সাথে সম্পর্কিত সন্দেহভাজন ০৪ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি রায়হান রাজ পলাতক রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।



লাইক করুন