শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঁপছে শিশু শীত সকালে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা নেপালের কাঠমুন্ডুতে ট্যুরিজম কনফারেন্স ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান সততা ও কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত: দামুড়হুদার বিদায়ী এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমানকে ‘ওরা বন্ধু সংঘ’র সংবর্ধনা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন

আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মেলায় হস্তশিল্প, দেশীয় পোশাক, খাবার ও অন্যান্য পণ্যের পসরা সাজানো এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ঐতিহ্য তুলে ধরা ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য ছিল, যার সমাপনী দিনে ২৫ নারী উদ্যোক্তা ও অন্যান্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদ মঞ্চে বিকাল তিনটার দিকে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার। সহকারি অধ্যাপক একেএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা বৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরণ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা নারী উদ্যোক্তা সালমা পারভীন।

মেলায় উদ্যোক্তার সদস্যরা ২৫টি স্টলে তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে অংশ গ্রহণ করেছে । স্টল রয়েছে নারীদের হাতের তৈরি শাড়ি, থ্রি পিস, বুটিকের কাজ, পিঠা পুলি, ব্যাগ, পাপোস, এছাড়াও মেয়েদের হরেক রকমের তৈরি পোষাক, বিভিন্ন প্রকার আচার, উন্নত মানের হাতের তৈরি খাবার নিয়ে মেলায় পসরা বসিয়ে তারা বেচাকেনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার বলেন নারীরা অবহেলিত নয়, ঘরে বসে বিভিন্ন প্রসাধনীসহ খাবার তৈরি করছে। এগুলো বিভিন্ন ভাবে বিক্রি করে থাকেন তারা। এতে নারীরা স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি মেলায় নারীদের উপস্থিতি ও অংশগ্রহণ দেখে আমি খুব খুশি হয়েছি। তিনি আরো বলেন

মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এটি শুধু তাদের উৎসাহিত করার জন্যই এই আয়োজন। খুব ভালো লাগছে এখানে উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য সামগ্রীর নিয়ে অংশগ্রহন করেছে। আগামীতে আরো বড় পরিসরে করা ইচ্ছা আছে বলে জানান।



লাইক করুন