নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। রাতের মধ্যে পদত্যাগ কার্যকর না হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহবাগ চত্বরে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তারা দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা হলেও বর্তমান পরিস্থিতিতে সে দায়িত্ব পালনে ব্যর্থতা রয়েছে।
সমাবেশ চলাকালে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে ফিরে আসে। সেখানে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিক্ষোভ ও মিছিল চলাকালে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এ ধরনের কর্মসূচি ও কুশপুত্তলিকা দাহের ঘটনার তথ্য নিশ্চিত করলেও কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানান। একই সময় পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।