শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা আলমডাঙ্গায় ‘প্রকৃতির রঙ’ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

সততা ও কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত: দামুড়হুদার বিদায়ী এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমানকে ‘ওরা বন্ধু সংঘ’র সংবর্ধনা

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। প্রজাতন্ত্রের মালিক জনগণ, আর সরকারি কর্মচারীরা তাদের সেবক”—সংবিধানের এই মহান বাণীকে কেবল মুখে নয়, বরং কর্মে বাস্তবায়ন করে দামুড়হুদা উপজেলায় এক অনন্য নজির স্থাপন করেছেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

তার বিদায়বেলায় সাধারণ মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতায় সিক্ত হলেন এই জনবান্ধব কর্মকর্তা। গতকাল রাত ৯টায় দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওরা বন্ধু সংঘ’-এর পক্ষ থেকে তাকে এক জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

কে এইচ তাসফিকুর রহমান দামুড়হুদায় মাত্র ১ বছর ৫ মাসের সংক্ষিপ্ত কর্মকালে ভূমি অফিসকে দালালচক্র, হয়রানি এবং দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করেছেন।

সাধারণ মানুষ যেখানে ভূমি অফিসে যেতে ভয় পেত, সেখানে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবাপ্রত্যাশীদের আস্থা ফিরিয়ে এনেছেন। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওরা বন্ধু সংঘ’ এই সম্মাননার আয়োজন করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল তানজিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সঞ্চালনা করেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

“সরকারের একজন জনবান্ধব কর্মকর্তা কেমন হওয়া উচিত, তা তাসফিকুর রহমান সাহেব প্রমাণ করে দিয়ে গেছেন। তিনি ভূমি অফিসকে একটি সেবা কেন্দ্রে পরিণত করেছেন, যেখানে অসহায় মানুষ সম্মানের সাথে সেবা পেয়েছে। তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুল কাদির ও হাফিজুর রহমান কাজল তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, সৎ ও চৌকস এই কর্মকর্তার অভাব সহজে পূরণ হবার নয়। তার কর্মদক্ষতা দামুড়হুদার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সংবর্ধনার জবাবে বিদায়ী এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন,

“আমি আমার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের ভোগান্তি কমাতে এবং কার্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখতে। কাজের ক্ষেত্রে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের যে সহযোগিতা পেয়েছি, তা আমাকে আজীবন ঋণী করে রাখবে। মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

তিনি আরও বলেন, মানুষের এই ভালোবাসা তার ভবিষ্যৎ কর্মজীবনে সততার সাথে পথ চলতে শক্তি যোগাবে। তিনি ‘ওরা বন্ধু সংঘ’ সহ উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শেখ হাতেম, তিতুযার, রবিউল আওয়াল রুবেল, খালিদ সাইফুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দামুড়হুদার সাধারণ মানুষের মতে, কে এইচ তাসফিকুর রহমান কেবল একজন সরকারি কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার এক নির্ভীক কান্ডারি।

তার এই বিদায় কেবল একটি বদলি নয়, বরং একজন আদর্শ সেবকের প্রস্থান, যার শূন্যতা দামুড়হুদাবাসীকে দীর্ঘদিন পোড়াবে।



লাইক করুন