শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা আলমডাঙ্গায় ‘প্রকৃতির রঙ’ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একদল ছাত্র-জনতা বাসভবনের দিকে মিছিল করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও তারা বাসভবনের সামনে অবস্থান নিয়ে ইট-পাথর নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১২ জনকে গ্রেপ্তার করে।,

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসভবনের সামনে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ‘এটি কোনো সংগঠিত হামলা ছিল না। হঠাৎ করে বস্তি এলাকা থেকে ৪০–৫০ জন এসে ইট-পাথর নিক্ষেপ করে। কয়েকটি পাথর গেটের ভেতরে পড়েছিল। তখন পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

হাসিব আজিজ আরও বলেন, পুলিশের দ্রুত ও পেশাদার ভূমিকার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় সহকারী হাইকমিশনার পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন বলে জানান তিনি।



লাইক করুন