শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানযোগে যেভাবে মরদেহ আনা–নেওয়া হয় শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ দোয়া অনুষ্ঠিত  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন: মানবিক চিকিৎসার উজ্জ্বল দৃষ্টান্ত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্দলীয় জুলাই ঐক্য কপিলমুনিতে কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে দর্শনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার বেলকুচিতে ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এনায়েতপুরে এনসিপিতে সদস্য করায় নুরুল ইসলামের সংবাদ সম্মেলন 

শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

বি.এম. সাদ্দাম হোসেন ; বিশেষ প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক সাহসী কণ্ঠ। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

ভাষণের শেষ প্রান্তে তিনি দেশবাসীর প্রতি সংযম ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন,

“এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহিদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শহিদ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে, এই শোকের সময়ে দেশবাসী শান্তি, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবে।



লাইক করুন