শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা আলমডাঙ্গায় ‘প্রকৃতির রঙ’ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুমন হুসাইন, দর্শনা থানা প্রতিনিধিঃ এসএসসি–৮৭ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘এসএসসি–৮৭ বন্ধু মহল, দর্শনা’–এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ আসর দর্শনা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বন্ধুদের মধ্যে আসন্ন পিকনিক আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে স্বপরিবারে একটি মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন। তবে পিকনিকের স্থান, তারিখ, ব্যয় ও অন্যান্য বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বাদ আসর আবারও দর্শনা মুক্তমঞ্চে সভা আহ্বান করা হয়েছে।

আয়োজকরা জানান, উক্ত সভায় পিকনিক আয়োজনের সার্বিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এ উপলক্ষে দর্শনা কেন্দ্রিক এসএসসি–৮৭ ব্যাচের সকল বন্ধু ও বান্ধবীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসএসসি–৮৭ বন্ধু মহলের সদস্যরা আশা প্রকাশ করেন, এ পিকনিক আয়োজনের মাধ্যমে পুরোনো বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং সবাই পরিবারসহ আনন্দঘন সময় কাটাতে পারবেন।



লাইক করুন