শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা আলমডাঙ্গায় ‘প্রকৃতির রঙ’ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এক্সচেঞ্জ পাড়ার জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আইয়ুব আলী গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ১ কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আইয়ুব আলীর আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

গতকাল দুপুর ২টার দিকে জান্নাতুল মেওয়া গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী,

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ। জানাজা নামাজ পড়ান মরহুমের একমাত্র সন্তান তামজিদ হাসান আবীর।



লাইক করুন