শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা আলমডাঙ্গায় ‘প্রকৃতির রঙ’ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।,

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন-দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তার লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে মারে খাসিয়ারা।

সূত্র জানায়, নিহত মোশাঈদের লাশ ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। ওই ক্যাম্পের বিএসএফ ফোন করে বিজিবিকে মোবাইল ফোনে জানায়, ‘তোমাদের এক লোক মারা গেছে।’

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আশিকুরের লাশ সঙ্গীয়রা বাংলাদেশে এনেছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অন্যজনের লাশ ভারতে রয়েছে। লাশটি আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।,



লাইক করুন