বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার জুলাই যোদ্ধা শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা গায়ে ছিলো কতো জোর মাগুরার গাংনালিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল—ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ে নেতৃবৃন্দের আহ্বান বিজয় মেলা ২০২৫-এ নতুন উদ্যোক্তাদের মিলনমেলা প্রতিশ্রুতি বিবেকের ধর্ম সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি চুয়াডাঙ্গার দর্শনায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান

পূজা মন্ডপ পরিদর্শন করলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক বুলেট ও আলোচিত কণ্ঠের সম্পাদক মিলন

স্টাফ রিপোর্টার:

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা কালিদাসপুর (রামনগর) পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এবং জাতীয় দৈনিক প্রতিদিনের আলোচিত কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়াসির আরাফাত মিলন। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে হাবিবুর রহমান বুলেট নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় হাবিবুর রহমান বুলেট বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মনিটরিং করছেন। পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক দিক-নিদেশনা প্রদান করছেন এবং মন্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথেও আলোচনা করছে আমার দল বিএনপির কর্মীরা।

তিনি আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের তৃণমূল নেতা কর্মিদের সব সময়ের জন্য পূজামণ্ডপগুলো নজরদারিতে রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দর্শনার প্রতিটা মন্ডপ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং-এ আছে।

কালিদাসপুর-রামনগর উদ্যাপন কমিটির কার্যনিবার্হী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি শ্রী সঞ্জয় দাস, সহ-সভাপতি শ্রী জয় দাস, সাধারণ সম্পাদক শ্রী আশিক দাস, সহ-সাধারণ সম্পাদক শ্রী সজীব দাস, কোষাধ্যক্ষ শ্রী অপুর্ব দাস, সহ-কোষাধ্যক্ষ শ্রী হৃদয় দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশনু দাস, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রানা দাস, দপ্তর সম্পাদক শ্রী শিশির দাস, প্রচার সম্পাদক শ্রী শুভ দাস, সাংস্কৃতিক সম্পাদক শ্রী প্রতাপ দাস, ভান্ডার রক্ষক শ্রী দীপংকর দাস, সহ-ভান্ডার রক্ষক শ্রী অন্তু দাস, আপ্যায়ন সম্পাদক শ্রী সাগর দাস, সহ-আপ্যায়ন সম্পাদক শ্রী স্বাধীন দাস প্রমুখ। এ সময় দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জাহিদ হোসেন/ প্রতিদিনের আলোচিত কণ্ঠ



লাইক করুন