শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা

আপনি কি এমন একজন, যিনি অন্যের কথা বা আচরণে খুব সহজেই মন খারাপ করে ফেলেন?

মনে রাখবেন, “Unbothered” থাকা মানে এই না যে কিছুই আপনার ওপর প্রভাব ফেলবে না। বরং, এটি একধরনের শক্তি—নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। চলুন দেখে নিই এমন ৯টি সহজ নিয়ম, যা আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করবে:

১. সব সময় সব কিছু বলতে নেই। যত বেশি বলবেন, তত বেশি ভুল বোঝাবুঝি বা সমস্যা তৈরি হবে। তাই বুঝে শুনে, সংক্ষেপে বলুন।

২. আবেগকে নয়, বুদ্ধিকে প্রাধান্য দিন
কষ্ট, রাগ, অপমান—এসব আবেগ আছে, থাকবে। তবে আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভুল হতেই পারে। ঠান্ডা মাথায় চিন্তা করুন।

৩. প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। তাই যত কম আশা করবেন, তত কম কষ্ট পাবেন।

৪. অন্যকে impress করার জন্য বেশি কথা নয়, বরং এমন কাজ করুন যাতে আপনার কাজই আপনার হয়ে কথা বলে।

৫. সবার মন জয় করতে যাবেন না
দশ জন মানুষ দশ রকম কথা বলবেই। আপনি যদি সবার পছন্দমতো নিজেকে বদলাতে থাকেন, এক সময় নিজের আসল সত্তাকেই হারিয়ে ফেলবেন।

৬. হেটার মানেই গোপন ফ্যান!
যারা আপনাকে ছোট করতে চায়, তারাও আসলে আপনার প্রতিভার ভক্ত। তারা আপনাকে দেখে, জানে, বোঝে—এই জন্যই তো হিংসা করে!

৭. নিখুঁত হবার চাপ নিবেন না
“Perfect” হবার চাপে নিজেকে ভাঙবেন না। ভুল থাকা মানেই আপনি মানুষ। আর আপনার সেই ছোট ছোট flaws-ও আপনাকে সুন্দর করে তোলে।

৮. নিজের সত্যটা জানুন
দুনিয়া যাই বলুক, আপনি জানেন আপনি কে। সেই সত্যের ওপর দাঁড়ান। আত্মবিশ্বাস তখনই আসবে।

৯. না বলতে শিখুন
সবার কথা রাখতে গেলে নিজের ক্ষতি হয়। তাই যেখানে প্রয়োজন, সেখানে স্পষ্টভাবে “না” বলুন। এতে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন।

আজ থেকেই এই নিয়মগুলো একটু একটু করে জীবনে প্রয়োগ করুন। দেখবেন, কে কী বলল সেটা আর আপনাকে ততটা নাড়াতে পারবে না। আপনি নিজেই হবেন আপনার মনের বস!

কলমেঃ
এ্যাড,তানিয়া আফরিন
সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন)
ঢাকা -বাংলাদেশ



লাইক করুন