শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মাদক, বাড়ছে অপরাধ ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বীরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচার ও জমি ফেরতের দাবি জয়পুরহাট-২ আসনে আলোচনায় বিএনপির ত্যাগী নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ পেটের ভুরি বের করে পানিতে লাশ ভাসিয়ে দেওয়া হত্যা মামলার দুইজন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার .. কিপটে মামা – লাবলু হোসেন জমির মালিক ভারতে থাকলেও বাংলাদেশে তার জমি দলিল করে নেওয়া হলো প্রভু তুমি আলোর উৎস ~ মীরঃ নাজমুল ~ ১১৫,বছর পর ঋণ মুক্ত হলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর

আবেদনময়ী কুসুম শিকদার, নজর কাড়লেন ভক্তদের

বিনোদন ডেস্ক

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার নতুনরূপে ধরা দিলেন তিনি।
Advertisement

যদিও একটা সময় বিপুল জনপ্রিয় ও প্রশংসা কুড়ালেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী। আবার কাজের ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি কাজের দুনিয়ায় নতুন উদ্যমে লাইটক্যামেরায় জায়গা করে নিলেন কুসুম শিকদার—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, তা নজর পড়ে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা গেছে, বেশ আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে কুসুম শিকদার। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।

৪৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের বয়স কখনো আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

এ ছাড়া কুসুম শিকদারের সাজসজ্জা ও পোশাকের এলিগেন্স মুগ্ধ করেছে তার ভক্তদের। কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন—বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগেন্ট। আরেক নেটিজেন লিখেছেন— একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ। এ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।



লাইক করুন