সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুকুর কামড়ানো আট মাসের গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে আলামিন (৩০) নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বেন্নাবাড়ী এলাকার মোজাফর নামের এক ব্যক্তির কাছ থেকে কসাই আলামিন কমদামে ক্রয় করেন। ওই পশুটি কুকুড় কামড়ানো ও আট মাসের পেটে বাচ্চা থাকায় পশুটি ধীরে ধীর অসুস্থ হয়ে পড়ে। সবার চোখ ফাঁকি দিয়ে সেই পশুটি জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এর আগেও এ ধরনের পশু জবাই করা হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে পিপুলবাড়ীয়া বাজারে আলামিনের দোকানে অভিযান চালানো হয়। সেখানে কুকুর কামড়ানো অসুস্থ গর্ভবতী পশুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় আলামিনকে দোষী সাব্যস্ত করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। এসময় জব্দকৃত মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ মামলার প্রসিকিউটর ছিলেন সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ। এছাড়া বাগবাটি ইউনিয়নের এআই জামাল উদ্দিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।