আলোচিত কণ্ঠ ডেস্ক
বিনোদন দুনিয়ায় যেখানে সব কিছু চকচকে আর আপেক্ষিক, সেখানে নিজেকে ‘নির্ভেজাল’ রাখা কঠিন বলে মন্তব্য করেছেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি বেসরকারি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের সম্পর্ক, বিচ্ছেদ ও অসুস্থতা নিয়ে খোলাখুলি আলোচনা করলেন দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী। ভক্ত তো বটেই, সবার উদ্দেশেই দিলেন বার্তা।
কোভিড-পরবর্তী সময়ে হঠাৎ সামনে এসেছিল সামান্থার বিচ্ছেদের কথা।
প্রথমে এ নিয়ে প্রকাশ্যে কিছু না আনলেও পরে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দিতে থাকেন। একাধিক ইঙ্গিতপূর্ণ কথা ফুটে ওঠে। সেখান থেকেই খানিকটা নিশ্চিত হওয়া যায় নাগা চৈতন্যর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। পরে অবশ্য এ নিয়ে মুখ খোলেন তিনি।
আজ লন্ডনে গাইবেন সাবিনা ইয়াসমিনসে সময় অটো ইমিউন ডিজিজ ‘ম্যোসিটিস’-এ ভুগছিলেন, সব মিলিয়ে মারাত্মক খারাপ অবস্থা হয়েছিল। মানসিকভাবে তো বটেই, একই সঙ্গে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সেরে উঠতে সময় লেগেছে।
তাদের জীবনেও যে বিষাদ আসে, সে কথা লুকিয়ে রাখেননি অভিনেত্রী। সাক্ষাৎকারে সে নিয়েই দৃঢ় মতামত রাখলেন।
কিভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডেও নিজেকে খাঁটি রাখা যায়, রাখা উচিত, বললেন তিনি। নির্ভেজাল থাকতেই হবে, এমন কোনো কথা নেই, অভিনেত্রী মনে করেন কখনো কখনো অথেনটিক, অর্থাৎ নির্ভেজাল থাকা যায় না। এই যায় আর যায় না চলতে থাকে প্রতিনিয়ত।
সামান্থা বলেন, ‘সব কিছু গোছানো নয়, জীবনে অনেক কিছুই এখনো গুলিয়ে আছে, কিন্তু আমি অন্তত সে বিষয়ে খোলামেলা কথা বলতে পারি। আমি নিখুঁত নই; ভুল করতে পারি, হোঁচট খেতে পারি, কিন্তু আমি চেষ্টা করছি আরো ভালো হতে।