শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ বিমানযোগে যেভাবে মরদেহ আনা–নেওয়া হয় শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ দোয়া অনুষ্ঠিত  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন: মানবিক চিকিৎসার উজ্জ্বল দৃষ্টান্ত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্দলীয় জুলাই ঐক্য কপিলমুনিতে কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালান নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকালে দামুড়হুদা থানাধীন কোমরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল দামুড়হুদা এলাকায় অভিযানে নামে।

ডিবি পুলিশের এসআই (নিঃ) জুম্মান খান এবং এএসআই (নিঃ) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ০৯:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামের আঃ সালামের বাঁশ বাগানের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেন।

এসময় সন্দেহভাজন একজনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইউসুফ সাধু (৬৫)। তিনি দামুড়হুদা উপজেলার কোমরপুর মাঠপাড়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে। তার মাতার নাম মৃত জোহরা বেগম।

গ্রেফতারের পর আসামিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এই ধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সীমান্ত ঘেষা এই জেলায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ বিভাগ।



লাইক করুন