বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

পটিয়ার চক্রশালা স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সেলিম চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে (৭অক্টোবর সোমবার) সকালে স্কুল মিলনায়তনে বার্ষিক ঈদে মিলাদুন্নবী( স:) ও হামদ নাত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের দাতা সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দীন এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন,স্কুল পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাশেম, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, দেবাশীষ চৌধুরী শিমুল, নাজমা বেগম, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা মনছুরুল আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য এসকে শামসুল আলম, এয়াকুব নবী সওদাগর,

স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, সহকারী শিক্ষক বজলুল রশিদ শাওন প্রমুখ। উক্ত বার্ষিক মিলাদ মাহফিল ও হামদ নাত কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ ও বিশেষ মুনাজাত করা হয়। মাহফিল শেষে প্রায় একহাজার শিক্ষার্থীদের মধ্যহ্নভোজের আয়োজন করেন।



লাইক করুন