সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত লালমোহনে অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট সাঁথিয়ায় শিক্ষক, কর্মচারীদের কর্ম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা। ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট চাঁদপুর পৌরসভায় পথকুকুরে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি শুরু  সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কোইকার দুটি উদ্ধারকারী নৌকা প্রদান

বাবু মির্জা: সিরাজগঞ্জ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে আন্তর্জাতিক দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে দুটি উদ্ধারকারী নৌকা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ ক্রসবার-৩ প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে এই নৌকা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অক্সফাম-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা মানব মুক্তি সংস্থা বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজাস্টার রেজিলিয়েন্স ক্যাপাসিটি (ইডিআরসি)’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও রাজাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে নৌকাগুলো প্রদান করা হয়।

সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ এবং রাজাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষে আলাউদ্দিন খান নৌকাগুলো গ্রহণ করেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ বলেন, সিরাজগঞ্জ একটি বন্যাপ্রবণ জেলা। দ্রুত পরিবহন বা স্থানান্তরের সুযোগ না থাকায় প্রতি বছর জেলার বহু মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত হন। এই নৌকাগুলো দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মানব মুক্তি সংস্থার কো-অর্ডিনেটর মিজানুর রহমান এবং কাওয়াকোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 



লাইক করুন