মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন    দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দিবে, আমরা বিএনপি পরিবার তার পক্ষেই কাজ করব : ওমর ফারুক বাবু খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা রিশাদ হোসেনের বিগ ব্যাশ যাত্রা শুরু আজ, প্রথম ম্যাচ ও সময়সূচি   পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নওগাঁয় মহান বিজয় দিবস পালিত  জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুরে শহীদদের প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি বাবার দেশ, বাংলাদেশ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

রায়গঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় জাতীয়তাবাদী কৃষকদলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চান্দাইকানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক (৩৮) এবং একই ওয়ার্ড কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওমর ফারুক ও ফরিদুল ইসলাম মোটরসাইকেলে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে বগুড়ায় নেওয়ার পথে তিনিও মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



লাইক করুন