মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান ৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি স্বাধীনতা পটুয়াখালীতে ডিএনসির অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, আরেকজন পলাতক মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ কুটি বাংলাদেশকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না”: শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে কড়া সমালোচনা ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু: চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর জীবন কেড়ে নিল দ্রুতগামী যান গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী নালিতাবাড়ীতে আটক স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

কালিহাতিতে খেজুরের রস খেতে গিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

জহুরুল ইসলাম, স্টাফ ররিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত ও দুজন আহত হয়েছে। তিনি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। ওই দুর্ঘটনায় আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শীত মৌসুমে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড় হতে গিয়ে তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাওহীদ (১৫) ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেল যোগে নয়জন ছেলে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



লাইক করুন