সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু: চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর জীবন কেড়ে নিল দ্রুতগামী যান গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী নালিতাবাড়ীতে আটক স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা: জনবান্ধব পুলিশিং, মাদক ও চাঁদাবাজি দমনে জোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাই নেতৃবৃন্দের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি মানবিক সহায়তায় তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে তিন দিনব্যাপী বিজয় মেলা নেপালে সায়মা আনিকা এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত 

ট্রলির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু: চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর জীবন কেড়ে নিল দ্রুতগামী যান

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র পাঁচ বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে মাঝের পাড়ায় দ্রুতগামী একটি অবৈধ ট্রলির ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম সামিয়া আক্তার, বয়স আনুমানিক ৫ বছর। সে মাধবপুর গ্রামের শাহজান আলীর মেয়ে। এই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে শিশু সামিয়া আক্তার নিজ বাড়ি সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে খেলার ছলে বা কোনো প্রয়োজনে রাস্তা পেরোনোর জন্য দ্রুত দৌড়ে এসেছিল।

ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুতগামী ট্রলি তাকে সজোরে ধাক্কা মারে। ট্রলিটি ইট, বালি বা অন্য কোনো নির্মাণ সামগ্রী বহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্রলির ধাক্কায় সামিয়া ছিটকে পড়ে এবং মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার জীবনাবসান হয়।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। ট্রলি এবং চালককে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও নিশ্চিত করেন, “এই ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্তের ফলাফলের ভিত্তিতে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগভাবে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, গ্রামীণ রাস্তাগুলোতে দ্রুত এবং বেপরোয়া গতিতে ট্রলি ও অন্যান্য অবৈধ যান চলাচলের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।

তারা রাস্তায় এসব যানের গতি নিয়ন্ত্রণের জন্য এবং শিশুদের সুরক্ষার জন্য কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



লাইক করুন