বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশসীমা বন্ধ করে দিল ইরান সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা সম্পন্ন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় ব্যাটালিয়ন ৬ বিজিবি’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাজিরপুরে চাঁদা না পেয়ে কৃষি উদ্যোক্তার স্ত্রী-কন্যাকে পাশবিক নির্যাতন, স্বর্ণালংকার লুট গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ আদালতের আদেশে শেরপুর-২ আসনে মনোনয়ন জমা দিয়ে দোয়া চাইলেন এবি পার্টির আব্দুল্লাহ বাদশা  ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান  নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালিত

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল (৩২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার মৃত ফটিকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৯ মার্চ ২০২০ সালে সিরাজগঞ্জ সদর থানায় মো. সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচার শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



লাইক করুন